কবে অবসর নেবেন, প্রশ্নের উত্তরে যা জানালেন রোনালদো

10 hours ago 7

নিজের অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। জানান, খুব দ্রুতই ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফুটবলীয় ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন রোনালদো। 

৪০ বছর বয়সী রোনালদো এখন পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে করেছেন সর্বমোট ৯৫২ গোল, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের কাতারে স্থান দিয়েছে। অগণিত সাফল্য ও রেকর্ডে ভরপুর ক্যারিয়ারের শেষ প্রান্ত এখন চোখে পড়লেও, সিআর সেভেন খ্যাত এই পর্তুগিজ ফরোয়ার্ডের বিশ্বাস—তিনি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত।

বিখ্যাত সাংবাদিক মরগ্যান রোনালদোর কাছে জানতে চান, কবে অবসরের কথা ভাবছেন? জবাবে রোনালদো বলেন, ‘শিগগির। তবে আমি মনে করি, আমি প্রস্তুত থাকব। এটা কঠিন হবে, অবশ্যই। কাঁদবও হয়তো, আমি খোলামেলা মানুষ। তবে হ্যাঁ, এটা খুব খুব কঠিন হবে।’

একই সঙ্গে তিনি জানান, এই সময়ের জন্য অনেক আগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন, ‘পিয়ার্স, আমি আমার ভবিষ্যতের প্রস্তুতি নিয়েছি ২৫, ২৬ কিংবা ২৭ বছর বয়স থেকেই। তাই আমি মনে করি, (অবসরে যাওয়ার) ওই চাপটা নিতে পারব।’

ব্রিটিশ সাংবাদিক মরগ্যান পডকাস্টে দেওয়া রোনালদোর সাক্ষাৎকারটিকে বলছেন, ‘রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার।’ মরগ্যান সরাসরি প্রশ্ন করেন—‘অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী মনে করো?’ রোনালদোর উত্তর ছিল সংক্ষিপ্ত—‘আমি সেই মতের সঙ্গে একমত নই।’ এরপর মরগ্যান যখন সাবেক সতীর্থ ওয়েইন রুনির সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন—যেখানে রুনি বলেছিলেন মেসি রোনালদোর চেয়ে শ্রেষ্ঠ, তখনো শান্ত গলায় সিআর সেভেন বলেন, ‘আমার কিছু যায় আসে না।’ 

Read Entire Article