আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের প্রতিনিধি দল। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর হোটেল সারিনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে দলটি বৈঠকে অংশ নেয়। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু এবং বিস্তারিত নিয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি বা কমনওয়েলথের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে নির্বাচনকালীন পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

4 days ago
14









English (US) ·