শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা–ভেদরগঞ্জ–গোসাইরহাট) বিএনপির সম্ভাব্য প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্বাচনি প্রচারে মানবিক আচরণে কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা। বৃষ্টিতে ভিজে খোঁজ নিয়েছেন এলাকাবাসীর।
শনিবার (০১ নভেম্বর) রাত ১০টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা আমিন বাজারে গণসংযোগ করেন তিনি।

এ সময় এক কর্মীর মুখ টিস্যু দিয়ে মুছে দেন তিনি। পরে তার কাঁধে কাঁধ রেখে সেলফি তোলেন। মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
শুধু এ সময়ই নয়, গণসংযোগের পুরো সময়টায় তিনি সেলফি তোলার মাধ্যমে কর্মী ও জনগণের ইচ্ছা পূরণ করেন।
আরও পড়ুন : নির্বাচনের জন্য ‘হ্যাঁ-না’ ভোটের প্রয়োজন নেই : নুরুদ্দিন আহাম্মেদ অপু
স্থানীয় এক যুবক কামরুল হাসান তামিশ বলেন, রাজনীতিতে এমন মানবিক আচরণ এখন বিরল। বৃষ্টিতে ভেজা অবস্থায় আমার মুখ নিজ হাতে মুছে সেলফি তুলেছেন— এতে বোঝা যায়, তিনি নেতা নন, আমাদের আপনজন।
একই অনুভূতি প্রকাশ করেন রায়হান মোল্লা নামে আরেক যুবক। তিনি বলেন, অপু ভাইর আচরণে আমরা অনুপ্রাণিত। তিনি দূর থেকে নির্দেশ দেন না, কর্মীদের পাশে দাঁড়ান। তার সরলতা ও মানবিকতা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
আরও পড়ুন : আধুনিক শরীয়তপুর গড়ার অঙ্গীকার দিলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু
স্থানীয়রা মনে করছেন, জনগণের সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্কই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি।
প্রচার শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত জনগণের সঙ্গে কুশলবিনিময় করেন এবং ধন্যবাদ জানান।

4 hours ago
8









English (US) ·