ছোটদের গল্প বিভাগে ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’ পেলেন কবি ও শিশুসাহিত্যিক আলমগীর খোরশেদ। প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশের লেখক সম্মিলনে এ পুরস্কার দেওয়া হয়। ২ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে লেখক সম্মিলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শিশুসাহিত্যিক আলমগীর খোরশেদ শিশুর মনস্তত্ব, শিশুর সহজ-সরল মনের বায়না, হাসি-খুশি, ভালো লাগা, অনুভূতির চিত্র শিশুতোষ গল্পের ক্যানভাসে আঁকেন সুনিপুণভাবে। তার প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৮৭ সালে দৈনিক জাহান পত্রিকায়। তারপর থেকেই বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিকে নিয়মিত লিখছেন। তার প্রকাশিত বই ২৫টি।
- আরও পড়ুন
- আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা পেলেন বিশ্বজিৎ ঘোষ
- দেশ পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন ২০ কবি-কথাসাহিত্যিক
তিনি শিশুদের জন্য লিখেছেন ‘শেঁওড়া গাছের ভূত’, ‘শালিক ও তার ছানারা’, ‘এলিয়েনের দেশে’, ‘মঙ্গল গ্রহের যাত্রী’, ‘শিয়াল দাদুর সভা’ ও ‘ছড়াওয়ালা শিয়ালমামা’। ২০০০ সাল থেকে প্রকাশিত হয় তার লেখা বই—‘এখন দুঃসময়’, ‘পাথর সময়’, ‘চন্দ্রমুখী’, ‘শান্তা নামের মেয়েটি’, ‘দূরের নীল প্রজাপতি’, ‘জোৎস্নালোকে অমানিশা’, ‘প্রিয়দর্শিনী’, ‘হৃদয়ের রক্তক্ষরণ’ প্রভৃতি।
আলমগীর খোরশেদের জন্ম ১৯৬৯ সালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার নারান্দী গ্রামে। তার বাবা এ কে খোরশেদ উদ্দিন আহমেদ নারান্দী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ মাল্টিপারপাস সোসাইটির দুবার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। হারানো গ্রামীণ ঐতিহ্য নিয়ে পত্রিকায় ধারাবাহিক লেখালেখি আলমগীর খোরশেদকে পাঠক সমাদৃত করেছে।
এসইউ/এএসএম

5 months ago
37









English (US) ·