কারিগরি মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচিতে আংশিক পরিবর্তন

5 months ago 89

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ দেশের সব সরকারি-বেসরকারি মাদ্রাসার ২০২৫ সালের শিক্ষাবর্ষের পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাগুলোর জন্য ২০২৫ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে পরীক্ষা গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, মাদ্রাসাগুলোর অর্ধ-বার্ষিক পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হয়ে ১৭ জুলাই পর্যন্ত চলবে। এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩ আগস্ট।

এরপর, নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এবং এর ফল প্রকাশ করা হবে ১০ নভেম্বর।

সবশেষে, বার্ষিক পরীক্ষা আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর। এই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Read Entire Article