বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নিবার্চনে যাবে। নিবার্চনে অংশ নিতে তিনি কিছু দিনের মধ্যেই দেশে ফিরবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণের কারণে জনগণের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে নিবার্চনের জন্য বিএনপি সবসময়ই প্রস্তুত এবং আমরা আশাবাদী জনগণের ম্যান্ডেট নিয়ে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
পিআর ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর-গণভোট নিয়ে জনগণ চিন্তা করবে। জনগণ বিগত ১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। এখন তারা আগ্রহ নিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আগামী নিবার্চন জনগণের অংশগ্রহণ এটাই প্রাধান্য পাবে।
সিলেট-২ আসনে নিবার্চন করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, নিবার্চন করব কি-না এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো-বিএনপি সুসংগঠিত দল। সিলেটের ১৮টি আসনে যোগ্য একাধিক প্রার্থী আছে। আমরা একতাবদ্ধ ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা বিপুল ভোটে তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জয় উপহার দিতে পারব।
মাজার জিয়ারতকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, ডা. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার (২২ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম সিলেটে আসেন তিনি। এর আগে দুপুরে হুমায়ূন কবির সিলেট ফিরলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
আহমেদ জামিল/এএইচ/এমএস

2 weeks ago
13









English (US) ·