কুমিল্লা সদরের মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় কেনা গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে গাছের চারাগুলো বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। অনুষ্ঠানটি উপভোগ করতে আশপাশের শত শত মানুষ ভিড় জামান।
লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, চলতি বছরের ২৪ মে থেকে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাছে গাছ বিতরণ ও মাদককে ‘না বলুন’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৩৭টি জেলায় এই কর্মসূচি শেষে বৃহস্পতিবার মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল লাল সবুজের এক হাজার ৮৯৬তম অনুষ্ঠান। কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে মাসে ১০ টাকা করে দিয়ে থাকে।

সমাপনী অনুষ্ঠানে মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়, আমড়াতলি উচ্চ বিদ্যালয়, রিলায়েন্স বহুমুখী কলেজ, রূপসী বাংলা পাইলট স্কুল ও বাংলা মিশন পাবলিক স্কুলের এক হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির কাছের চারা বিরতণ করা হয়। এ নিয়ে গত পাঁচ মাসে ৩৭টি জেলায় মোট ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মলিক, লালমাই গ্রুপ আরকুর নির্বাহী পরিচালক জসীম উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও রোড স্টার হোটেলের চেয়ারম্যান মোক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাহিদ সুলতানা প্রমুখ।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

3 weeks ago
15








English (US) ·