কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর ডোবা থেকে মেহনাজ অনু নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাকঝাটিয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু মেহনাজ অনু (৩) নাকঝাটিয়া মজুমদার বাড়ির মহিন উদ্দিন মজুমদারের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার (৫ মে) দুপুরে নিখোঁজ হয় অনু। নিখোঁজের পর অনুর বাবা-মা ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তার সন্ধান চেয়ে লাকসাম থানায় জিডি করেন শিশুর বাবা। এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন অনেকে। সে সময় শিশুটির সন্ধান দাতাদের জন্য দেশ-বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। সন্ধান দাতাকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন অনুর পরিবার।
তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে নাগঝাটিয়া গ্রামের মজুমদার বাড়ি থেকে ৩০০ গজ দক্ষিণে একটি পরিত্যক্ত ডোবায় নিখোঁজ শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এক মহিলা। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম গাদ্দাফি বলেন, মেহনাজ অনু বাড়ি আর তার নানার বাড়ি কাছাকাছি হওয়ায় সব সময় যাতায়াত ছিল অনুর। প্রতিদিনের মতো আজও পরিবারে লোকজন ভেবেছিলাম সে তার নানার বাড়িতে আছে। কিন্তু যখন দুপুরে অনুর নানা ওকে খুঁজতে তার বাড়িতে আসে। তখন থেকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশু অনুকে। শিশুটির সন্ধান পাওয়া জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে পরিবারের লোকজন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, নিখোঁজ হওয়া শিশুটির বাবা সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একদিন পর তাদের বাড়ির ২/৩০০ গজ দূরে ডোবা থেকে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। শিশুটির মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 5 months ago
                        38
                        5 months ago
                        38
                    








 English (US)  ·
                        English (US)  ·