কোচ সালাউদ্দিনকে নিয়ে এবার মন্তব্য করলেন আশরাফুল

2 hours ago 4
চুক্তির মেয়াদ বাকি থাকতে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার এমন সিদ্ধান্তের আগেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। সাবেক এই তারকা ক্রিকেটার এবার কোচ সালাউদ্দিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছন। আশরাফুল জানান, সালাউদ্দিনসহ সবার সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনো উনি কাজ করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।’ নতুন দায়িত্ব পেয়ে খুশি আশরাফুল। নতুন ভূমিকায় ফিরছেন বাংলাদেশের ড্রেসিংরুমে। তিনি বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর আমি মাঠেই থাকতে চেয়েছি। সে অনুসারে কোচিংয়ে এসেছি। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে আমি আনন্দিত। অনেক কিছু দেখেছি এখানে। এখন সেসবই ভাগাভাগি করে নিতে চাই বর্তমান ক্রিকেটারদের সঙ্গে এবং এই অনুভূতি দারুণ।’ জাতীয় দলের ড্রেসিংরুমে কৌশলগত দিকের চেয়ে মানসিক দিক নিয়েই কাজ করার কথা বলেছেন আশরাফুল। সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘কীভাবে সফল হয়েছি এবং কী কারণে হতে পারিনি, এসবের নেপথ্য কারণ ভাগাভাগি করার চেষ্টা করব। এই খেলায় কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী হতে হবে। জাতীয় দলের ড্রেসিংরুমে আমি এসব নিয়েই কাজ করব। এ নিয়ে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, ব্যাটিং-পারফরম্যান্স দুটোই করা সহজ হবে।’
Read Entire Article