দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বলেছেন, প্রবাসীদের কল্যাণ ও কনসুলার সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং সিউলস্থ দূতাবাস নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি, কোরিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীর আগমন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) বুসান ও গিয়ংনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গিয়ংনামের গিমহে শহরে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে স্থানীয় মেয়র অফিসের এক প্রতিনিধি স্বাগত জানান।
সভায় প্রবাসী কমিউনিটি নেতা, ইপিএস কর্মী, ই-৭ ভিসাধারী কর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
রাষ্ট্রদূত তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু উদ্বেগজনক বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন।
প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, সমস্যার সম্মুখীন হলে তারা যেন দ্বিধা না করে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।
একই সঙ্গে তিনি কোরিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে রাষ্ট্রদূত স্থানীয় প্রবাসীদের উদ্যোগে পরিচালিত একটি মসজিদ পরিদর্শন করেন।
জেপিআই/এমআইএইচএস/জিকেএস

11 hours ago
7









English (US) ·