কোহলিকে টপকে নতুন ইতিহাস গড়লেন বাবর
কখনো তার স্টাইল নিয়ে, কখনো ফর্ম নিয়ে—সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বাবর আজম। কিন্তু এই বার পাকিস্তানের এই তারকা ব্যাটার ফিরলেন নিজের সবচেয়ে পরিচিত জায়গায়—রেকর্ডবুকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৬ বলে ঝড়ো হাফসেঞ্চুরি হাঁকিয়ে বাবর আজম পেছনে ফেলেছেন ভারতের মহাতারকা বিরাট কোহলিকে।
এই ইনিংসের মাধ্যমে বাবর এখন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক—মোট ৪০টি (৩৭ ফিফটি ও ৩ সেঞ্চুরি)। আগে কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি; কোহলির ছিল ৩৯টি (৩৮ ফিফটি ও ১ সেঞ্চুরি)।
পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল বিপর্যস্ত। সাইম আয়ুব শূন্য রানে ফিরে গেলে ব্যাট হাতে নেমে দায়িত্ব কাঁধে তুলে নেন বাবর। ম্যাচের পরিস্থিতি ছিল জটিল—কিন্তু যত চাপে পড়েছেন, ততই শান্ত থেকেছেন বাবর। ৩৬ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলের হাল ধরেন, সেই সঙ্গে পেরিয়ে যান এক যুগান্তকারী মাইলফলক।
এটি ছিল গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের পর বাবরের প্রথম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। আর এমন সময়ে তা এল, যখন তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল পাকিস্তানি মিডিয়ায়।
রেকর্ডবইয়ে নতুন অধ্যায়
টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের তালিকায় এখন বাবরের অবস্থান শীর্ষে:
খেলোয়াড়
দেশ
৫০+ ইনিংস
বাবর আজম
পাকিস্তান
৪০ (৩৭ ফিফটি, ৩ সেঞ্চুরি)
বিরাট কোহলি
ভারত
৩৯ (৩৮ ফিফটি, ১ সেঞ্চুরি)
রোহিত শর্মা
ভারত
৩৭ (৩২ ফিফটি, ৫ সেঞ্চুরি)
মোহাম্মদ রিজওয়ান
পাকিস্তান
৩১ (৩০ ফিফটি, ১ সেঞ্চুরি)
ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়া
২৯ (২৮ ফিফটি, ১ সেঞ্চুরি)
এই সিরিজেই একাধিক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন বাবর আজম।
টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর, রোহিত শর্মাকে পেছনে ফেলে। রোহিতের ৪২৩১ রানের রেকর্ড ভেঙে মাত্র ১৩০ ম্যাচে এই কীর্তি গড়েছেন বাবর।
পাশাপাশি, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ৪৫০টি বাউন্ডারির মালিক হয়েছেন তিনি—যা প্রমাণ করে তাঁর নিখুঁত টাইমিং ও শট সিলেকশন।

13 hours ago
4









English (US) ·