কিছুদিন আগেই মা-বাবা হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। চার বছরের দাম্পত্যে প্রথমবার সন্তানের মুখ দেখেছেন তারা। তবে নিজেদের ব্যক্তিগত জীবন বা ‘বেডরুম সিক্রেট’ নিয়ে কখনোই প্রকাশ্যে সেভাবে কথা বলেন না এই তারকা দম্পতি।
কিন্তু এবার এক টক শো-তে হাজির হয়ে নিজের বেডরুমের সিক্রেট ফাঁস করে দিলেন ক্যাটরিনার স্বামী ভিকি। স্ত্রীর সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ ভাগ করে নিলেন তিনি।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ টক শো-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল। সেখানেই দুই সঞ্চালিকা অভিনেতার কাছে দাম্পত্য চাঙ্গা রাখার টিপস জানতে চান।
ভিকির উদ্দেশে কাজল-টুইঙ্কেল প্রশ্ন ছোড়েন, স্বামী-স্ত্রীর মধ্যে ভালো কথোপকথন না তৃপ্ত যৌনমিলন—কোনটা সম্পর্কে বেশি জরুরি?
এহেন ‘গুগলি’র মুখে ভিকি যে জবাব দেবেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি কাজল-টুইঙ্কেল। অভিনেতা সটান জবাবে বলেন, ‘কথাবার্তা তো চলতেই থাকে সব সময়ে। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!’
ভিকির এমন খোলামেলা উত্তর শুনেই হেসে গড়িয়ে পড়েন অভিজ্ঞ দুই সঞ্চালিকা। বিয়ের চার বছরেও ভিকি-ক্যাটরিনা যে প্রেমে হাবুডুবু খান, তা সবারই জানা। তবে এই প্রথমবার কাজল-টুইঙ্কেলের ‘রসিক প্রশ্নবাণে’র মুখে ভিকি কৌশল যা জবাব ছুড়লেন, তাতে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হইচই পড়ে গেছে।
বর্তমানে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোয় সন্তান নিয়ে সুখের সংসারে ব্যস্ত এই দম্পতি। জানা গেছে, আগামী ১৩ নভেম্বর অ্যামাজন প্রাইমে সংশ্লিষ্ট পর্বটি সম্প্রচারিত হবে। তার আগেই এই টিজারে ভিকির মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে!
যা দেখে অনুরাগীরাও রসিকতা করে বলছেন, ‘ক্যাটরিনা ভালো শিক্ষিকা হলে ভিকিও বাধ্য ছাত্র!’

2 hours ago
3








English (US) ·