বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাংবাদিকরা নানা সমস্যায় ভুগছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেগুলো পূরণ করা সম্ভব নয়। তবে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে, তাহলে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (১০ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমেই দেশের সত্য প্রকাশিত হয়। তাই সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এখন হয়ত সব সমস্যার সমাধান সম্ভব নয়, কিন্তু বিএনপি সরকার গঠন করলে এই খাতের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকে ঠাকুরগাঁওয়ে আসার সুযোগ কম হয়েছে। তবে এই অঞ্চলের মানুষের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা সবসময় ছিল, আছে এবং থাকবে। এখন একটি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। যদি ঠাকুরগাঁওয়ের মানুষ আমাকে আবারও ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে হয়ত জীবনে শেষবারের মতো জনগণের সেবা করার সুযোগ পাবো।
রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ের ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেক মানুষের জীবনে যেমন অবসরের সময় আসে, রাজনীতিতেও সেটি থাকা উচিত। আমি ইনশাল্লাহ সেভাবেই ব্যবস্থা নেবো। তবে তার আগে ঠাকুরগাঁওয়ের মানুষ ও দেশের গণতন্ত্রের জন্য যতটা সম্ভব কাজ করে যেতে চাই।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন, আমিও চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আপনাদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বাধা না আসে, সে বিষয়ে আমি সব সময় সচেষ্ট ছিলাম। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ জামিন সরকার, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তানভীর হাসান তানু/এফএ/জেআইএম

5 hours ago
5









English (US) ·