খাগড়াছড়ি সীমান্তে ৫ জনকে পুশইন

5 months ago 18

পার্বত্য খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পাঁচজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে।

রামগড়ের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমত জাহান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার দিকে খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার যাত্রী ছাউনিতে অবস্থান করলে স্থানীয়রা তাদের আটকে রেখে মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দেয়। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়।

আটকৃতরা হলেন, মো. উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।

আটককৃত মো. উম্মেদ আলী জানান, ভারতের হরিয়ানা থেকে তাদের ধরে হাত-পা বেঁধে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দেয় বিএসএফ। মারধর করে জোরপূর্বক নদীতে ফেলে দেওয়ার পর সারারাত তারা নদীর পানিতে ভেসে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নদীর বাংলাদেশ কিনারায় ভেড়ে।

রামগড়ের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমত জাহান তুহিন বলেন, রামগড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী পাঁচ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে। তাদেরকে পুলিশ ও বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮১ জনকে পুশইন করে বিএসএফ।

মুজিবুর রহমান/এএইচ/জিকেএস

Read Entire Article