বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাজধানীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে এদিন সকাল থেকে বিভিন্ন পেশার মানুষ, দলীয় নেতাকর্মীসহ ও পেশাজীবী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।
বিএনপির নির্দেশনা মেনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের উভয় পাশে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন।
বনানী কাঁচাবাজার এলাকায় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ), বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর নেতৃত্বে, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও ডা. মো. আবদুস সালামের নেতৃত্বে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ শিশিক্ষক কর্মচারী ঐক্যজোট, জাহানারা সিদ্দিকীর নেতৃত্বে নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব), বিপ্লবুজ্জামান বিপ্লব ও দবির উদ্দিন তুষারের নেতৃত্বে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যামট্যাব) সহ অসংখ্য পেশাজীবী সংগঠন।
এ সময় পেশাজীবী নেতারা বলেন, বেগম খালেদা জিয়া এখন আর কেবল বিএনপির সম্পদ নয়, তিনি এখন সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগের কেন্দ্রবিন্দু। দেশের মানুষ খালেদা জিয়ার ওপর আস্থা ও ভরসা রাখেন। শত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে যাননি।
পেশাজীবী নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, এ্যাব এর ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব সাবেক সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সমন্বয়কারী অধ্যাপক ডা. শফিকুল হায়দার পারভেজ, জিয়া পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস ও মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব মো. রফিকুল ইসলাম, এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব সভাপতি সৈয়দ আলমগীর, ডিপোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) নেতা মুসলেম উদ্দিন, মোহাম্মদ হানিফ, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সভাপতি জাহানারা বেগম ও সাধারণ সম্পাদক সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) সভাপতি এ কে এম মুসা (লিটন) ও ভারপ্রাপ্ত মহাসচিব হাফিজুর রহমান, ইউনানী আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান লিটন ও মহাসচিব ডা. আমিনুল বারী কানন, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) সভাপতি মো. জিয়াউল হায়দার পলাশ ও মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক মো. তানভীরুল আলম, ডা. রফিকুল ইসলাম লাবু, ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. শেখ ফরহাদ প্রমুখ।

 5 months ago
                        107
                        5 months ago
                        107
                    








 English (US)  ·
                        English (US)  ·