খুলনায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

6 hours ago 4

সংবাদ সংগ্রহের সময় খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনায় কর্মরত সাংবাদিকরা। 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর এ হামলা চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) খুলনা প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সহসভাপতি, খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, প্রশাসনের অবহেলা ও পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে মহানগরী খুলনা আতংকের জনপদ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দিনদুপুরে শহরের প্রাণকেন্দ্রে দুজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা করে গুরুতর আহত করে বীরদর্পে ফিরে গেছে সন্ত্রাসীরা। ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

শুধু খুলনা নয়, সারা দেশের সাংবাদিক সমাজ ক্ষোভে ফেটে পড়েছে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, এই হামলার বিচার না হলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

আহত সাংবাদিক এহতেশামুল হক শাওন জানান, একটি নিউজের বক্তব্য নেওয়ার জন্য একটি নম্বরে কল করলে সেটি রিসিভ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমি তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি স্থান বলেন। আমি আর আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মনি মোটরসাইকেলযোগে সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখি ৭/৮ জন অপেক্ষা করছে। এখানে কথা বলার একপর্যায়ে তারা আমার ওপর হামলা করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আমি সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচি।

এদিকে সাংবাদিকরা খবর পেয়ে টাইগার গার্ডেনে গিয়ে শাওন ও মনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়ের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক সহসভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরী সহসভাপতি শেখ নাসির উদ্দিন, ৩৬ জুলাই যোদ্ধা আহম্মদ হামিম রাহাত, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, এমইউজে খুলনার নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন, খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নেয়ামুল হোসেন কচি, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির, এমইউজে খুলনার সাবেক সহসভাপতি আব্দুল খালেক আজীজী, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত, বাংলা নিউজ-২৪ ডট কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, কবি নজরুল গবেষক সৈয়ক আলী হাকিম।

কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন সিপিবির মহানগরীর সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলনের মহানগরী আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বিজিপির সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা শের আলম সান্টু, এসএম সোহরাব হোসেন।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র সদস্য খুলনা গেজেটের এসএম মাহবুবুর রহমান, নিউজ টোয়েন্টি ফোরের মাকসুদ আলী, দৈনিক যুগান্তরের আহমদ মুসা রঞ্জু, দৈনিক পূর্বাঞ্চলের মাশরুর মুর্শেদ, দেশ টেলিভিশনের নূর ইসলাম রকি, দৈনিক সমকালের সামশুল আলম খোকন, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার মো. আমিরুল ইসলাম ও এমএ জলিল, এনটিভির ক্যামেরাপারসন আজিজুল ইসলাম, ফটোসাংবাদিক সেলিম গাজী, দৈনিক নয়াদিগন্তের শেখ শামসুদ্দিন দোহা, বাংলাদেশ প্রতিদিনের শামসুজ্জামান শাহীন, দৈনিক কালের কণ্ঠের কৌশিক দে, যমুনা টিভির শেখ আল এহসান ও প্রবীর বিশ্বাস, এখন টিভির রামীম চৌধুরী, দৈনিক আমার দেশ এর ফুলতলা প্রতিনিধি ওসমান গনি, দৈনিক পূর্বাঞ্চলের হাসান চৌধুরী, দৈনিক প্রবাহের এম এ আজিম, খুলনা গেজেটের হাসানুজ্জামান, দৈনিক রূপালী বাংলাদেশের বিশেষ প্রতিনিধি মো. মনিরুজ্জামান মোড়ল, নিউজ পোর্টাল স্বাধীন প্রতিদিন প্রকাশক ও  সম্পাদক আজাদুল হক আজাদ, দৈনিক গ্রামের কাগজের ব্যুরো প্রধান রাজু আহমেদ, দৈনিক খুলনার সহকারী সম্পাদক মো. মোজাহিদুর রহমান প্রমুখ।

Read Entire Article