দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।
সংস্থাটি বলছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশেই ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রথম দিন (সোমবার)
আবহাওয়া অফিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে দেশের সব বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দ্বিতীয় দিন (মঙ্গলবার)
মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময় তাপমাত্রা আরও কিছুটা কমবে।
তৃতীয় ও চতুর্থ দিন (বুধ ও বৃহস্পতিবার)
আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
পঞ্চম দিন (শুক্রবার)
আগামী শুক্রবার বৃষ্টিপাতের প্রবণতা হালকা থেকে মাঝারি থাকবে। কিছু এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 3 days ago
                        10
                        3 days ago
                        10
                    








 English (US)  ·
                        English (US)  ·