চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার মেরিন ড্রাইভ রোড সংলগ্ন ভেড়া মার্কেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়া মার্কেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ভেড়া মার্কেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর মধ্যে দুটি নাইন এমএম পিস্তল। অপরটি রিভলভার।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে পিস্তল দুটি কোতোয়ালি থানার অস্ত্রাগার হতে লুট হওয়া অস্ত্র। রিভলভার নিয়ে তদন্ত চলছে। এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

5 months ago
129









English (US) ·