চট্টগ্রামে বিপ্লবী চেতনার স্রোত বইছে : মেয়র শাহাদাত 

5 hours ago 8

যুক্তিবোধ, মুক্তচিন্তা ও আলোকিত মননই পারে এক প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে নিতে—এই প্রত্যয়ে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে শুরু হলো ‘রবি– দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজ থেকে শতাধিক বিতার্কিক অংশ নেন এ প্রতিযোগিতায়। জাতীয় সংগীত, চট্টগ্রামের ঐতিহ্যভিত্তিক ডকুমেন্টারি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম প্রকৃতির শহর— নদী, পাহাড়, সাগর আর মুক্তচেতা মানুষে গড়া। আমরা নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করছি। শিশুদের টাইফয়েড টিকা থেকে শুরু করে নারীর ক্যানসার সচেতনতা—সবখানে মানবিক উদ্যোগ রয়েছে। আমাদের লক্ষ্য ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি।’

বিতর্ক চর্চার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চট্টগ্রামের বিতার্কিকরা সবসময় এগিয়ে থাকে, কারণ এখানে বিপ্লবী চেতনার স্রোত বইছে। দৃষ্টি ও রবির মতো সংগঠনগুলো তরুণদের মধ্যে যুক্তি ও নৈতিকতার চর্চা ছড়িয়ে দিচ্ছে।’ এসময় তিনি জানুয়ারি মাসে ‘মেয়র গোল্ডকাপ বিতর্ক প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দেন।

বিশেষ অতিথি ডা. আবদুন নূর তুষার বলেন, বাংলাদেশ হয়ত ক্রিকেটে বা ফুটবলে বিশ্বসেরা হয়নি, কিন্তু বিতর্কে আমরা বিশ্বের শীর্ষে পৌঁছেছি। এ অর্জনের পেছনে দৃষ্টি চট্টগ্রামের ৩২ বছরের অবদান অনস্বীকার্য।

রবি আজিয়াটার হেড অব পাবলিক অ্যাফেয়ার্স শরিফ শাহ জামাল রাজ বলেন, বিতর্ক তরুণদের শেখায় যুক্তি, সহনশীলতা ও অন্যমতের প্রতি শ্রদ্ধা—যা একটি প্রগতিশীল সমাজ গঠনের মূলভিত্তি।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল জানান, বিতর্ক মানে নিজেকে সমৃদ্ধ করা। আগামী বছর সারাদেশব্যাপী ৩১তম বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Read Entire Article