চট্টগ্রামে শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি

8 hours ago 4

চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। প্রায় ১৫০ বছরের পুরোনো কালী মন্দিরটিতে এই প্রথম চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য।

শনিবার (০৮ নভেম্বর) রাত থেকে রোববার (০৯ নভেম্বর) ভোররাতের মধ্যে নগরীর সদরঘাট কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা মন্দিরের সেবায়েতদের। 

রোববার সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খুলতে গিয়ে তারা চুরির বিষয়টি টের পান বলে জানিয়েছেন সানা ভট্টাচার্য্য।

সানার ভাষ্য, মন্দিরের মূল ফটকের দরজার তালা ঠিক আছে। আমাদের ধারণা মন্দিরের পেছনে ঘরের চালের উপরে উঠে মূল মন্দিরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে চোর মন্দিরে প্রবেশ করতে পারে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম  বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। তারা এজাহার দিচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

সানা ভট্টাচার্য্য বলেন, প্রায় ১৫০ বছরের পুরোনো কালী মন্দিরটিতে এই প্রথম চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কালীর মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে।

নগরীর ঐতিহ্যবাহী এ কালী মন্দিরে প্রতিদিন বিপুল ভক্তের সমাগম ঘটে। তারা দান বাক্স প্রণামী দিয়ে থাকেন। সে হিসেবে দান বাক্সে ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে।

Read Entire Article