‘চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না’

2 hours ago 4

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগে সাকিব আল হাসান, মাশরাফি ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইত। দেশে নতুন ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। শহীদ পরিবারের পাশে আছি। তবে, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।

তিনি বলেন, ভোট পাবে তারাই যারা সংস্কারের পক্ষে। নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না। আমরা একক নেতৃত্বে পার্লামেন্ট চাই না। কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাব।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বিএনপি যদি জুলাই সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পাঁয়তারা করে, তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে।

আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপলুডু খেলা শুরু করেছে। এই সনদ নিয়ে সরকার নিষ্ক্রিয় অবস্থায় আছে। নির্বাচনী ডামাডোলে জুলাই সনদের আইনি ভিত্তি ভুলে গেলে চলবে না। এই মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

Read Entire Article