চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘সমীকরণ গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন নির্মাতা এইচ আর হাবিব। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করে সাংস্কৃতিক সংগঠন সমীকরণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. রাজিউন সালমা লাবনী। উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। তিনি যোগ্যদের হাতে পদক তুলে দেন।
এইচ আর হাবিব বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি সবসময়ই শিল্পীকে অনুপ্রাণিত করে। চলচ্চিত্রের মাধ্যমে ভালো কাজ করে যাওয়াটাই আমার মূল লক্ষ্য। এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’
কিশোর বয়স থেকেই তিনি সংস্কৃতিচর্চায় যুক্ত। থিয়েটার দিয়ে শুরু করে টেলিভিশন নাটক, পরে চলচ্চিত্রে পা রাখেন। তার জনপ্রিয় টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে ‘আনন্দযাত্রা’, ‘মনপবন’ ও ‘নিশিপুকুর’।
চলচ্চিত্রে তিনি নির্মাণ করেছেন ‘রূপগাওয়াল’ ও ‘ছিটমহল’—যার পরেরটি দেশ-বিদেশে প্রশংসিত হয়। বর্তমানে তিনি কাজ করছেন বিজ্ঞানভিত্তিক (সায়েন্স ফিকশন) সিনেমা ‘জলকিরণ’ নিয়ে, যা আগামী বছর মুক্তি পাবে।
সমীকরণের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি জানাতেই এই আয়োজন। অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. চার্লস ডেভিড (এমডি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ), সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান, এস. এম. আমানউল্লাহ ও কাজী শুভ্র প্রমুখ।

7 hours ago
7









English (US) ·