চলতি বছরে ভূমধ্যসাগরে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৫ সালে এ রুটে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইওএম জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলীয় রুট দিয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এক হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এ সময় সতর্ক করে বলা হয়, প্রতিটি নতুন দুর্ঘটনার সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়ছে।
সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ ৮ নভেম্বর লিবিয়ার উপকূলে দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি রাবারের নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ বা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় লিবীয় কর্তৃপক্ষ আল বুরি তেলক্ষেত্রের কাছে উদ্ধার অভিযান শুরু করে। নৌকাটি ৩ নভেম্বর লিবিয়ার জুয়ারা শহর থেকে রওনা দিয়েছিল।
বেঁচে যাওয়া অভিবাসীদের উদ্ধৃতি দিয়ে আইওএম জানিয়েছে, নৌকাটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও দুজন নারী। নৌকাটি রওনা দেওয়ার ছয় ঘণ্টা পর উত্তাল সমুদ্রের ঢেউয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং উল্টে যায়। টানা ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে চারজন সুদানি, দুজন নাইজেরীয় ও একজন ক্যামেরুনের নাগরিক। আর নিখোঁজ ৪২ জনের মধ্যে রয়েছেন ২৯ জন সুদানি, আটজন সোমালি, তিনজন ক্যামেরুনের এবং দুজন নাইজেরীয় নাগরিক।
আইওএম জানিয়েছে, জীবিতদের উদ্ধার করে তাদের চিকিৎসা, খাদ্য ও পানি সরবরাহ করা হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সুরমান ও লাম্পেদুসার উপকূলে সাম্প্রতিক প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর পর এই ট্র্যাজেডি আবারও প্রমাণ করে, মধ্য ভূমধ্যসাগরীয় রুটটি অভিবাসী ও শরণার্থীদের জন্য কতটা বিপজ্জনক।

1 hour ago
6









English (US) ·