ইলিশ ধরা শুরুর এক সপ্তাহ পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের। ফলে এখন জমজমাট বড়স্টেশন মাছঘাট।
বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর মাছঘাটে ইলিশ এসেছে ৪০০ মণ। যদিও পুরো ইলিশ দক্ষিণাঞ্চলের।

তবে জেলেদের অভিযোগ, চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে জালে এখনো আশানুরূপ ইলিশ মিলছে না। যে কারণে চাঁদপুরের বাজারগুলোতে ইলিশের দাম আকাশছোঁয়া। দাম না কমায় অনেক ক্রেতা ইলিশ না কিনেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
- আরও পড়ুন:
পদ্মার দুই ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি
এক ইলিশের দাম ১৪ হাজার টাকা
বাংলাদেশ-ভারতে একই সময়ে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, খুশি জেলেরা
কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ইলিশ কিনতে আসা মো. মাসুদ জাগো নিউজক বলেন, ‘দাম অনেক বেশি। পুরো আড়ত ঘুরে ঘুরে দেখছি কিন্তু কোথাও কমে ইলিশ পাচ্ছি না। বাজেটের মধ্যে পেলে অবশ্যই ইলিশ কিনে নিয়ে যাবো।’

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, এক সপ্তাহ পর মাছঘাটে কিছুটা ইলিশ এসেছে। তা-ও সব বাইরের ইলিশ। তবে চাঁদপুরের জেলেরা এখনো তেমন ইলিশ পাওয়া শুরু করেননি। একসঙ্গে সব জায়গার ইলিশ এলে দাম কমে যাবে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, দক্ষিণাঞ্চল থেকে ইলিশ আসছে। একটি ট্রাকেই ৪২ মণ ইলিশ এসেছে। চাহিদা ও দাম ভালো পাওয়ায় এখানে ইলিশ নিয়ে আসা হয়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে ইলিশ কিনে নিয়ে যান। আজকের বাজারে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই ৮০০ থেকে তিন হাজার টাকায়।
শরীফুল ইসলাম/এসআর/জেআইএম

5 months ago
40









English (US) ·