চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

2 hours ago 5
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে দল মনোনয়ন দিলে এবং জনগণের সমর্থন-ভালোবাসায় এমপি নির্বাচিত হলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর দক্ষিণখানেট ট্রান্সমিটার লাল মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। কফিল উদ্দিন আহমেদ বলেন, ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। এলাকাবাসীর ভালোবাসা ও দোয়ায় আমি বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াই করার সুযোগ পাব। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভালোবাসায় বিজয়ী হই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি—চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। যৌথভাবে সভা সঞ্চালনা করেন উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার এবং উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন। সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতাকর্মীরা ঐক্য ও সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Read Entire Article