চাঁপাইনবাবগঞ্জে গুম-খুনের মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

5 months ago 101

গুম ও খুনের মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু আহমদ নজমুল কবির মুক্তা উপজেলার দাদনচক এলাকার মৃত মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ আগস্ট পরবর্তী গুম ও খুনের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নজমুল কবির মুক্তা। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ। এসময় হলমোড় এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। রোববার (২৫ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সোহান মাহমুদ/এমএন/এমএস

Read Entire Article