চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।
শনিবার (২৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উত্তরা ৬নং সেক্টরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতাররা হলেন- মো. তামিম (২১), ফয়সাল মোড়ল (২১), মো. রাসেল হোসেন (২২) ও মো. মাহফুজুর রহমান (২৫)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, চক্রটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের স্বপ্ন সুপারশপের নাম, লোগো ও আউটলেটের ছবি ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে আসছিলো। তারা অনলাইন ও অফলাইন বিভিন্ন মাধ্যমে এসব প্রতারণামূলক বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারণার বিষয়টি স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষের নজরে আসলে তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করে।
তিনি বলেন, মামলাটি তদন্তের জন্য সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপি-তে হস্তান্তর করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে দুপুর আনুমানিক ১টার দিকে উত্তরা ৬নং সেক্টরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে এসব প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে, যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ভেরিফাইড প্ল্যাটফর্ম (যেমন: ফেসবুক, অফিশিয়াল ওয়েবসাইট, লিঙ্কডইন) বা নির্ভরযোগ্য উপায়ে যাচাই করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কেআর/এমআরএম

5 months ago
14









English (US) ·