মারা গেছেন অভিনেত্রী মৌসুমী হামিদের চাচা। ফেসবুকে পোস্ট দিয়ে দেশের চিকিৎসাব্যবস্থার ওপর বিশ্বাস হারানোর কথা জানিয়েছেন অভিনেত্রী। ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তিনি।
আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের ক্ষোভের কথা জানিয়েছেন। চাচার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সুস্থ মানুষটাকে মাটিতে দিয়ে আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। রেস্ট ইন পিস কাকু।’
শোকে বিহ্বল অভিনেত্রী আরও লিখেছেন, ‘তোমার প্রাণহীন চেহারাটা এত হাসিমাখা ছিল যে, ওই চেহারাটাই সারাজীবন মনে থাকবে। তুমি ভালো থেকো, আসতেছি আমিও শিগগিরই হয়তো। আমরা একসাথেই আবার তাড়াতাড়ি চিল করব কাকু।’
দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি তার ক্ষোভ প্রকাশ করে ওই পোস্টে মৌসুমী লিখেছেন, ‘এই দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল, চিরতরে।’ তবে কী কারণে তার চাচা মারা গেলেন তার বিস্তারিত তৎক্ষনাত জানা যায়নি।
মৌসুমীর পোস্টে তার অনুরাগীদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিম প্রমুখ। প্রয়াত স্বজনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন মৌসুমীর অনুরাগীরা।
আরএমডি

2 weeks ago
15









English (US) ·