তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ শুরু হয়েছে। মাত্র একদিনের অনুশীলনেই প্রথম দিন মাঠ কাঁপিয়ে দিয়েছেন বাপ্পী চৌধুরী। সোমবার রাত ৮টায় বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হয়েছে।
প্রথম দিনে নাইট রাইডার্স ও স্বপ্নধারা স্পার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাটিং করতে গিয়ে ইরফান সাজ্জাদের দারুণ ব্যাটিংয়ে নাইট রাইডার্স ১৫১ রান করে। এর মধ্যে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও করেন ২৩ রান। এই ২৩ রানের ইনিংসে ছিল দৃষ্টিনন্দন চার-ছক্কার মার। সামাজিক মাধ্যমে বাপ্পীর ব্যাটিং উপভোগ করেছেন তার ভক্ত ও ক্রিকেটপ্রেমীরা।
টি-২০ ফরম্যাটে সাজানো ৫ দিনের এ টুর্নামেন্ট অংশ নেওয়া ৪টি দল হচ্ছে টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটানস। ঢালিউড অভিনেতা বাপ্পি চৌধুরী জানালেন, আগেও এ টুর্নামেন্টে খেলেছেন তিনি। আবারও খেলতে এসে খুব ভালো লাগছে। তিনি বলেন, ‘অনেক দিন পর সবাইকে দেখতে পারছি, এ কারণে ভীষণ ভালো লাগছে। একদিন প্রাকটিস করেছি যদিও তবে ভালো কিছু করতে পারব আশা ছিল। ভালো খেলে দলে অবদান রাখতে পেরে আনন্দিত আমি।’

বাপ্পী ক্রিকেট ভালো খেলেন। জানা গেছে, নারায়ণগঞ্জে বাপ্পীর বেড়ে ওঠা। শৈশবে তিনি বেশিরভাগ সময়ই 
ক্রিকেট নিয়ে মাঠে পড়ে থাকতেন। হতে চেয়েছিলেন ক্রিকেটার।
এর আগে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়েছে। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশা, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাপ্পি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা।
এমআই/এলআইএ/এমএস

 5 months ago
                        59
                        5 months ago
                        59
                    








 English (US)  ·
                        English (US)  ·