ভাত ছাড়া আমাদের চলেই না। তাই অনেকেই একসঙ্গে মাসের চাল কিনে রাখেন। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায়,রান্নাঘরে রাখা চালের ড্রামে পোকা ধরেছে। সেই পোকা পরিষ্কার করতেও ঝামেলা পোহাতে হয়। রান্না করতে গেলে বিরক্তি আরও বাড়ে। তাহলে কীভাবে বাঁচবেন এই সমস্যার হাত থেকে? একটু সতর্কতা ও কয়েকটি সহজ কৌশল মেনে চললেই চালে পোকা ধরবে না, চাল থাকবে পরিষ্কার।
১. চাল রোদে দিন
চাল যদি বেশি দিনের জন্য কিনে রাখেন, তবে মাঝে মাঝে রোদে দিন। সূর্যের আলোতে পোকামাকড় দূরে থাকে। বড় কোনো পাত্রে বা কাগজ বিছিয়ে ছাদ বা বারান্দায় ২–৩ ঘণ্টা রোদে রাখতে পারেন। তবে মনে রাখবেন, সরাসরি রোদে রাখলে পোকা চলে গেলেও চালের স্বাদ কিছুটা কমে যেতে পারে। তাই ভালো ভাত পেতে চাইলে রোদে চাল কৌটাশুদ্ধ রেখে দিতে পারেন।
২. নিম পাতা ফেলে রাখুন
চালকে পোকামুক্ত রাখতে কয়েকটি নিম পাতা রাখতে পারেন। নিমের প্রাকৃতিক জীবাণুনাশক গুণ চালকে পোকামাকড় থেকে রক্ষা করে এবং অনেক মাস পর্যন্ত চালকে ভালো রাখে। এটি একটি সহজ ও প্রাকৃতিক উপায় চালকে দীর্ঘ সময় ভালো রাখার জন্য।

৩. তেজপাতা ব্যবহার করে
পোকামাকড় দূর রাখতে তেজপাতা ব্যবহার করতে পারেন। তেজপাতার গন্ধ চাল ও অন্যান্য শস্যপণ্যকে পোকামাকড় থেকে রক্ষা করে। চালের ড্রামে ২-৩টি তেজপাতা ফেলে রাখুন। শুধু চাল নয়, ময়দা বা আটার কৌটেও তেজপাতা ফেলে রাখলেও দীর্ঘসময় ভালো থাকবে।
৪. লবণ দিয়ে
চালের পোকা দূর করতে লবণ ব্যবহার করা যেতে পারে। চালের ড্রামেরে তলাতে কয়েকটি লবণের দানা ছড়িয়ে দিন এবং তার উপরে একটি কাপড় বেঁধে দিন। এরপর চাল ঢেলে রাখুন। এতে পোকামাকড় দূরে থাকবে। তবে খেয়াল রাখবেন লবণ সরাসরি চালের সঙ্গে মিশে না যায়, না হলে ভাত নোনতা হয়ে যেতে পারে।

৫. লবঙ্গ তাড়ান পোকা
চালে পোকা দূর রাখতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। লবঙ্গের প্রাকৃতিক গন্ধ পোকামাকড়কে দূরে রাখে। তাই চাল রাখার পাত্রে অল্প পরিমাণ লবঙ্গ রাখতে পারেন।
একইভাবে শুকনো মরিচও পোকা তাড়াতে সাহায্য করে। কয়েকটি শুকনো মরিচ চালের পাত্রে রেখে দিন। মরিচের তীব্র গন্ধ পোকা দূরে রাখবে এবং চাল দীর্ঘসময় ভালো অবস্থায় থাকবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
আরও পড়ুন:
বাসন পরিষ্কার করতে লেবুর সঙ্গে কী যোগ করবেন
সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ট্রিক
এসএকেওয়াই/জেআইএম

4 hours ago
6









English (US) ·