চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

5 months ago 13

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল দেশটিতে সফরে গেছে। শনিবার রাতে একটি ফ্লাইটে চীনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

‘প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংলাপ’ শীর্ষক সম্মেলনটি ২৫-২৬ মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। প্রতিনিধি দলে আরও আছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ। বিএনপির প্রতিনিধি দলটি সম্মেলনে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তরপূর্ব এশিয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবে।

বিএনপির প্রতিনিধি দলটি এই সম্মেলনের পর আগামী ৩১ মে পর্যন্ত বেইজিং এবং ইউনান প্রদেশে চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক সরেজমিনে দেখার সুযোগ পাবেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধি দল দেশটি সফর করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

কেএইচ/এমআরএম

Read Entire Article