চুল ছাড়া রিঠা দিয়ে আরও যা পরিষ্কার করতে পারেন

13 hours ago 7

থালা-বাসন মাজা, ঘর পরিষ্কারসহ সব কাজই হাত দিয়ে করতে হয়। সাধারণ তরল সাবান ব্যবহার করলে ঘর পরিষ্কার হলেও হাতের ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যেতে পারে। কারণ, অধিকাংশ লিকুইড সাবানে থাকে ক্ষার, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে।

এই সমস্যা এড়াতে ভরসা রাখতে পারেন রিঠার তৈরি তরল সাবানে। রিঠা একটি প্রাকৃতিক ফল, যা সাবানের মতো কাজ করে। এই সাবান দিয়ে বাসন, জামাকাপড়, ঘর পরিষ্কার করা যায়। যাতে হাতের ত্বক খসখসে হবে না, বরং থাকবে কোমল ও সতেজ।

বাড়িতে যেভাবে রিঠা দিয়ে তরল সাবান বানাবেন

প্রথমে ৩০-৪০টা রিঠা নিন এবং গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে রিঠাগুলো চটকে বীজ আলাদা করে ফেলে দিন। এরপর ওই পানি ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিলে আপনার প্রাকৃতিক তরল সাবান তৈরি হয়ে যাবে। বোতলে ভরে রাখুন, এবং ব্যবহার করুন বাসন, জামাকাপড় বা ঘরদোর পরিষ্কারের জন্য।

চুল ছাড়া রিঠা দিয়ে আরও যা পরিষ্কার করতে পারেন

রিঠার তরল সাবান দিয়ে যে সকল জিনিস পরিষ্কার করা যায়-

১. মেঝে পরিষ্কার করতে
মেঝে পরিষ্কারের জন্য রিঠার তরল সাবান খুবই কার্যকর। ঘর মোছার পানিতে মিশ্রণ তৈরি করতে ৩ কাপ রিঠার তরল সাবান, ১ কাপ ভিনিগার, ১ চামচ লবণ এবং ৩-৪ ফোঁটা এসেনশিয়াল অয়েল নিন। এই মিশ্রটি মিশিয়ে নিয়ে ঘরের মেঝে ভালোভাবে মুছে নিন। এতে মেঝে পরিষ্কার হবে, ঘরে মনোরম গন্ধে ভরে যাবে। হাতের ত্বকও থাকবে কোমল।

২. বাসন মাজা রিঠার তরল সাবান দিয়ে
রিঠার সাবান দিয়ে বাসন মাজলে সহজেই পরিষ্কার হয়। ৩-৪ কাপ রিঠার তরল সাবানের সঙ্গে ভিনিগার বা লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। এই মিশ্রণ দিয়ে বাসন মাজলে তা হবে চকচকে পরিষ্কার। রিঠার মধ্যে থাকা বায়ো সারফ্যাক্ট্যান্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল বাসনের সারফেস ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। এছাড়া কাঁসার বাসনও রিঠার তরল সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যায়।

৩. গয়না পরিষ্কারের জন্য রিঠার তরল সাবান
রিঠার তরল সাবান দিয়ে যে কোনো ধাতুর তৈরি গয়না সহজেই পরিষ্কার করা যায়। গয়নাগুলো সাবানে ভিজিয়ে রেখেপুরোনো দাঁত মাজার ব্রাশ দিয়ে হালকা ঘষে নিন। শেষে পরিষ্কার পানিতে ধুয়ে নিলেই গয়না হবে চকচকে, দেখলে মনে হবে নতুন কেনা সোনা বা রূপার গয়না।

চুল ছাড়া রিঠা দিয়ে আরও যা পরিষ্কার করতে পারেন

৪. জানলা, দরজা ও আয়না পরিষ্কারের জন্য
রিঠার তরল সাবান দিয়ে ঘরের জানলা, দরজা বা আয়না সহজেই পরিষ্কার করা যায়। কাচের বা আয়নার উপর রিঠার তরল সাবান স্প্রে করুন, এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতেই সব দাগ-ছোপ দূর হয়ে যাবে, কাচ হবে ঝকঝকে ও পরিষ্কার।

রিঠার তৈরি এই প্রাকৃতিক সাবান দিয়ে শুধু থালা বাসনই না, ঘরের নানা জিনিসও পরিষ্কার করা যায়। এটি ত্বককে ক্ষতি করে না, হাত থাকে কোমল ও সুস্থ। পাশাপাশি ঘরে রাসায়নিকের ব্যবহার কমায় এবং প্রাকৃতিক সৌন্দর্য ও সতেজতা বজায় রাখে।

সূত্র: মিডিয়াম, মাই নিউ রুটস

আরও পড়ুন
মেঝেতে তেল পড়েছে, পরিষ্কার করার সহজ উপায়
কাচের বাসনে দাগ? ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন উজ্জ্বলতা

এসএকেওয়াই/এএসএম

Read Entire Article