চোখের নিচের কালি ও ফোলাভাব সহজে যেতে চায় না। ঘরোয়া উপায়ে চেষ্টা করেও অনেকেই পছন্দমতো ফল পাননি। আই ক্রিম ব্যবহার করেও চটজলদি ফল পাওয়া সম্ভব হচ্ছে না। তবে ইদানীং চোখের নিচের কালি ও ফোলাভাব দূর করতে অনেকেই সিলিকন আই প্যাচ ব্যবহার করছেন। বলিউড অভিনেত্রীদের কারণে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় কারিনা কাপুর, আলিয়া ভাট, কৃতি শ্যানন, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকেই আই প্যাচ ব্যবহার করে ডার্ক সার্কেল ও ফোলাভাব কমানোর চেষ্টা করছেন।
তারকাদের দেখাদেখি তরুণীরাও এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। তবে শুধু নতুন প্রসাধনী কিনে ফেললেই হবে না। সঠিকভাবে ব্যবহার জানাটাই গুরুত্বপূর্ণ।
ত্বক বিশেষজ্ঞরা জানান, চোখের চারপাশের ত্বক বেশ স্পর্শকাতর। তাই এই অংশের আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। না হলে অল্প বয়সেই চোখের চারপাশে বলিরেখা, কালচে ছোপ বা চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

আই প্যাচে কি সত্যিই কাজ হয়?
আই প্যাচগুলো দেখতে স্বচ্ছ সিলিকনের পাতলা শিটের মতো এবং নানা ধরনের জেল বা সিরামের মধ্যে ভেজানো থাকে। সিলিকন বা জেল আই প্যাচ দ্রুত ঠান্ডা ও চাপ প্রয়োগ করে চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে। অনেকের ক্ষেত্রে ডার্ক সার্কলও সাময়িকভাবে হালকা হয়।
বিশেষ করে হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, রেটিনল,কোলাজেন, ভিটামিন সি এবং ক্যাফেইন সমৃদ্ধ আই প্যাচ বেশি কার্যকর বলে ধরা হয়। এই উপাদানগুলো চোখের চারপাশের ত্বকের আর্দ্র ভাব ধরে রাখে। তাই সাময়িকভাবে চোখের ফোলাভাব ও কালচে ছোপ দূর করতে এই প্রসাধনী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কীভাবে ব্যবহার করবেন
১.আন্ডার-আই প্যাচগুলো প্রথমে ফ্রিজে রেখে দিন। ঘণ্টাখানেক রাখলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা আই প্যাচ ব্যবহার করলে বেশি আরাম পাওয়া যাবে।
২. আই প্যাচ ব্যবহারের আগে মাইল্ড কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন, এতে করে প্যাচ ভালোভাবে কাজ করবে।
৩. খুব সাবধানে চোখের নিচে প্যাচ বসিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চওড়া অংশটি চোখের ভেতরের দিকে থাকে এবং তুলনায় সরাসরি অংশটি বাইরের দিকে থাকে।
৪. ১০–২০ মিনিট প্যাচ চোখের নিচে রেখে দিন। নির্দিষ্ট সময় শেষ হলে প্যাচ তুলে ফেলুন। পানি দিয়ে মুখ ধুতে হবে না। সপ্তাহে দুই-তিন দিন ব্যরহার করুন।

৫. চাইলে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে করে চোখের চারপাশের ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।
৬. ত্বকের ধরন অনুযায়ী আই প্যাচ কেনা জরুরি। যাদের ত্বক খুব শুষ্ক ও স্পর্শকাতর তারা জেল আই প্যাচ কিনতে পারেন। এছাড়া ত্বক তৈলাক্ত হলে সিরাম দেওয়া আই প্যাচ কিনলে ভালো উপকার পাবেন।
এই সমস্যার স্থায়ী সমাধান চাইলে ঘুম, পর্যাপ্ত পানি, হালকা ডায়েট ও স্কিনকেয়ার নিয়মিত করা জরুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ভোগ বৃটিশ, ইন্ডিয়া টুডে
আরও পড়ুন
ত্বকের তারুণ্য ধরে রাখতে পেঁপে ব্যবহার করবেন যেভাবে
রাত জেগে কাজ করলে ত্বকের যত্ন নেবেন যেভাবে
এসএকেওয়াই/এমএস

2 weeks ago
11








English (US) ·