চ্যাটজিপিটিতে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, যা আপনার সময় বাঁচাবে বহুগুণে

4 hours ago 5

চ্যাটজিপিটিতে কাজ করার সময় প্রায়ই এমন হয় যে, প্রম্পট লেখার পর মনে হয় কিছু তথ্য বাদ পড়ে গেছে, বা ভুলভাবে কোনো বাক্য কপি-পেস্ট হয়ে গেছে। তখন আবার শুরু থেকে লিখতে হয় পুরো প্রশ্নটি। এবার সেই ঝামেলার সমাধান নিয়ে এসেছে ওপেনএআই (OpenAI)। নতুন আপডেটে সংযোজিত হয়েছে এমন একটি ফিচার, যা ব্যবহারকারীদের জন্য হবে অত্যন্ত কার্যকর ও সময় সাশ্রয়ী।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির উত্তর তৈরির মাঝপথেই সেটি থামাতে পারবেন। অর্থাৎ, যখন এআই চ্যাটবট উত্তর তৈরি করছে, তখনই আপনি নতুন কোনো তথ্য যোগ করতে পারবেন বা আগের নির্দেশনা সংশোধন করতে পারবেন। সহজভাবে বললে, এখন থেকে রিয়েল-টাইমে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন চালানো সম্ভব।

এর জন্য সাইডবারে থাকা ‘আপডেট’ (Update) অপশনে ক্লিক করে নতুন বিবরণ বা স্পষ্টতা যুক্ত করতে হবে। চ্যাটজিপিটি তাৎক্ষণিকভাবে সেই নতুন তথ্য বিবেচনায় নিয়ে নিজের উত্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনবে।

এতে ব্যবহারকারীদের আর বারবার পুরো প্রশ্নটি নতুন করে লিখতে হবে না। বিশেষ করে যারা চ্যাটজিপিটির কাছ থেকে বিস্তারিত বিশ্লেষণ বা একাধিক দিক নিয়ে উত্তর চান, তাদের জন্য এটি সময় বাঁচানোর দারুণ উপায়।

জিও নিউজের দাবি, এই পরিবর্তনটি দেখতে ছোট মনে হলেও, বাস্তবে এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সহায়ক ও কার্যকর হবে। বিশেষ করে যারা চ্যাটজিপিটির ফ্রি সংস্করণ ব্যবহার করেন, যেখানে উত্তরের সীমাবদ্ধতা বা ‘ডিপ রিসার্চ’ মোডে সীমিত সুযোগ থাকে।

সংবাদমাধ্যটি বলছে, ওপেনএআই-এর এই নতুন সংযোজন নিঃসন্দেহে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় এনে দেবে আরও দ্রুত, প্রাণবন্ত ও নিয়ন্ত্রণযোগ্য কথোপকথনের সুবিধা।

Read Entire Article