বিএনপির রাজনীতি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
শুকবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
কফিল উদ্দিন বলেন, আমরা চাই একটি জনগণের সরকার, যেখানে মানুষের ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশে সুশাসন আসবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। আমি জনগণের প্রতিনিধি হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আসন্ন নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে জনগণের ভালবাসা ও সমর্থনে বিজয়ী হয়ে রাস্তাঘাট, অবকাঠামো ও নাগরিক সমস্যা সমাধানে দৃঢ়ভাবে কাজ করবেন।
উপস্থিত সবার উদ্দেশে কফিল উদ্দিন আহমেদ বলেন, আপনাদের দোয়া ও সহযোগিতা আমার শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা একসঙ্গে কাজ করব।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উত্তরের বর্তমান সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ মাস্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

14 hours ago
11









English (US) ·