জবিতে ক্যাম্পাস সাংবাদিকদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
                    
            
            ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা ও নৈতিকতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ‘এমপাওয়ারিং ক্যাম্পাস জার্নালিস্ট : বিল্ডিং স্কিল্স অ্যান্ড এথিকস ফর রেসপন্সিবল জার্নালিজম’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাম্পাস সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সাথে কাজ করার দক্ষতা বাড়াতে প্রশিক্ষকরা বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণে অনেক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় না। আমরা শিক্ষার্থীদের অধিকারকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। সাংবাদিকদের উচিত নির্ভুল তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করা এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখা।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, সাংবাদিকতায় নীতি-নৈতিকতা অপরিহার্য। জুলাই বিপ্লবে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয় ছিল। সততা, নৈতিকতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করে রিপোর্টিং করতে হবে।
জবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক মো. মেজবাহ-উল-আজম সওদাগর ।এছাড়া কী-নোট স্পিকার হিসেবে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও পিআরআইপি দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম এবং যমুনা টেলিভিশনের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার জনাব আখলাকুস সাফা।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও পিআরআইপি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।                     
                    
        
        
 5 months ago
                        710
                        5 months ago
                        710
                    








 English (US)  ·
                        English (US)  ·