বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পেসার জাহানারা আলম। তবে অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, দেশে এসে যে কোনো তদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত তিনি।
যৌন হয়রানির অভিযোগের পর পারিবারিক, সামাজিকভাবে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন মঞ্জুরুল, জানিয়েছেন তিনিই। জাতীয় নারী দলের সাবেক নির্বাচক বলেন, ‘চীন নারী দলের কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো আমার সঙ্গে চুক্তি করেছে ওরা। আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে তারা কি আমাকে নিত? আমি মাত্র নামাজ শেষ করেছি (কাল রাতে)। জানি না আল্লাহ আমার কোন পরীক্ষা নিচ্ছেন। হয়তো ভালো কিছুর জন্য কাউকে কোনো দিন কষ্ট দিয়েছিলাম।’
জাহানারা যেসব অভিযোগ তুলেছেন সেগুলোর ব্যাপারে মঞ্জুরুল পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করেন, ‘প্রমাণ কোথায়।’ তিনি দাবি করেন, নিয়মের ব্যাপারে কড়াকড়ি থাকায় কাল হয়েছে। নারী দলের সাবেক ম্যানেজার বলেন, ‘ওরা এত বড় অভিযোগ করেছে, কিন্তু প্রমাণ বা ডকুমেন্টস দেখাচ্ছে না কেন? আন্তর্জাতিক ম্যাচে, বিশ্বকাপের সময় ম্যাচে টিভি ক্যামেরা থাকে না? আমি যখন তাকে এসব বলেছি, আছে কোনো ক্যামেরায়? মেয়েদের ড্রেসিংরুমে কোনো পুরুষ কোচিং স্টাফ যেত না। টিম মিটিংয়ের সময় সবাই একসঙ্গে যেত। আলাদাভাবে যাওয়ার সুযোগ ছিল না। আপনি সব কোচিং স্টাফের কাছে শুনে দেখতে পারেন। ইমন তো হেড কোচ ছিল, ওকে জিজ্ঞেস করতে পারেন।’
উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ক্রিকেটার জাহানারা আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার পাননি বলেও জানান এ পেসার।

16 hours ago
6









English (US) ·