জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের
একাত্তরে হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি।
আলাল বলেন, শেখ হাসিনা নির্বাচন করেনি, নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করেছে। আজকে যখন সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ জনগণের কাছে মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে, তখন এই জামায়াত দূর থেকে নানা রকমের ফন্দি-ফিকির করে এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি তারা নিজেদের পোশাক-আষাক, চেহারা, বেশভূষা, কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছে। গতকাল (শুক্রবার) দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, খুব ভালো কথা। সনাতন ধর্মাবলম্বীদের আপনার ডেকেছেন, তারা গিয়েছেন। কিন্তু কথাবার্তা সব হয়েছে বিএনপির বিরুদ্ধে।
জামায়াতের উদ্দেশে তিনি আরও বলেন, আরে ভাই ধানের শীষের সঙ্গেতো ছিলেন আপনারা। ধানের শীষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও আপনাদের কিনতো না। বাজারে শুকিয়ে যাওয়া করলার মতো কেউ আপনাদের তখন কিনতো না। ২০১৮ সালেও বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, আর এখন বড় বড় কথা বলেন।
আলাল বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আপনারা বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসেবে। বিএনপির যদি তখন কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। মনে রাখবেন- থুথু উপরের দিকে ফেলেন, সেটা নিজেদের গায়েই পড়ে। সেটা আগে দেখার চেষ্টা করেন। কিন্তু সেটা না দেখে বিএনপিকে যে ক্রমাগত ধরাশায়ী করার চেষ্টা করেন, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত- ২০২৩, ২০২৪ এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে; তাহলে একাত্তরের গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথা বলতে চাই।
মুরগি মারা যাওয়ার পর খাবার হিসেবে তাদের বিভিন্ন ধরনের নাম হওয়ার উদাহরণ টেনে তিনি দাবি করেন, জামায়াতও মরার পরে তাদের নাম হবে, এর আগে আর হবে না। এ দেশের মানুষ তাদের গ্রহণ করবে না।

5 hours ago
7









English (US) ·