নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে গঠিত বিসিবির তদন্ত কমিটিতে আস্থা রাখতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানিয়েছেন, যেন তদন্তটি হয় সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে।
শুক্রবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফী লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’
এর আগে একই বিষয়ে তামিম ইকবালও ফেসবুকে লিখেছিলেন, বিসিবির নিজস্ব তদন্ত কমিটি নয়, বরং একটি স্বাধীন কমিটি গঠন করা উচিত—যেখানে বোর্ডের কেউ যুক্ত থাকবেন না। তার ভাষায়, “জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার এক ইউটিউব সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তাওহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা আলম। তার দাবি, বিষয়টি বিসিবিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাকে আরও অবহেলার শিকার হতে হয়েছে।
এ ঘটনার পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়, যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তবে দেশের ক্রিকেটের দুই সাবেক অধিনায়কই এখন সেই তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

17 hours ago
10








English (US) ·