জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

4 days ago 12
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল নেতৃত্ব দেন।  মিছিলটি পাকাপুল মোড়, নিউমার্কেট চত্বর, খুলনারোড মোড় ও নারকেলতলা মোড় প্রদক্ষিণ করে আবারও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয় বিকেল সাড়ে ৫টায়। এর আগে বিকেল সাড়ে ৩টায় একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ‘জুলাই সনদ জাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রূপরেখা। এর বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।’  তারা শিগগিরই সাংবিধানিক আদেশ জারি ও ঘোষিত সময়ের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Read Entire Article