জেদ্দাফেরত পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ

2 hours ago 6
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যাগেজ রুলের অতিরিক্ত আনায় এসব সোনা জব্দ করা হয়। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে চট্টগ্রাম পৌঁছান তারা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এ সময় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী জেসমিন আক্তার, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মাসুম, কাজী মনোয়ারা ও ইয়াসমিন আক্তারের ব্যাগ তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দারা। তাদের ব্যাগে মোট এক হাজার ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। নতুন ব্যাগেজ বিধিমালা (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) অনুসারে, বিদেশফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার আনতে পারবেন। এই পাঁচ যাত্রী ১ হাজার ২০০ গ্রাম সোনা এনেছেন। নিয়মানুযায়ী প্রত্যেক যাত্রী ১০০ গ্রামের বেশি যেসব সোনা এনেছেন, তা জব্দ করা হয়েছে। বিমানবন্দরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেদ্দাফেরত জেসমিন আক্তারের কাছ থেকে ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম সোনা প্রদান করা হয় এবং বাকি ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়। একইভাবে মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কাজী মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তারের কাছ থেকে এক হাজার গ্রাম সোনা পাওয়া যায়। তাদের প্রত্যেককে ১০০ গ্রাম সোনা ফেরত দিয়ে বাকি ৬০০ গ্রাম সোনা জব্দ করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সোনার মূল্য ৩৫ লাখ টাকা। ব্যাগেজ রুলের অতিরিক্ত সোনা আনায় যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
Read Entire Article