ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক মো. রায়হানকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, মো. ইউসুফ (৫৫) ও মুসলিম মিয়া (৪৫)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিশ্চিতপুরের বাসিন্দা।
শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৬টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের সরাইল বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সারইল থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

12 hours ago
9









English (US) ·