ভুটান নারী ফুটবল লিগে যেন ঝড় বইয়ে দিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সাবিনা খাতুনের নেতৃত্বে পারো এফসি ২৮-০ ব্যবধানে বিধ্বস্ত করল সামস্তে ক্লাবকে। ম্যাচে একাই ৯ গোল করে ‘ট্রিপল হ্যাটট্রিক’ পূর্ণ করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা।
তবে একাই নন, গোল উৎসবে সামিল হয়েছেন বাংলাদেশের আরও তিন ফুটবলার—মনিকা চাকমা করেছেন ৭ গোল, সুমাইয়া মাতসুসিমা ৫টি ও ঋতুপর্ণা চাকমা করেছেন ৪টি গোল। ২৮ গোলের ম্যাচে বাংলাদেশের এই চার খেলোয়াড়ের গোলসংখ্যাই ২৫। বাকি তিন গোল করেছেন ভুটানিজ খেলোয়াড় সোনম চকি ও সোনম টিসমো।
প্রথমার্ধেই ১০-০ গোলের লিড নেয় পারো এফসি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও ১৮ বার বল পাঠিয়ে জয়টিকে রূপ দেন ঐতিহাসিক এক স্কোরলাইনে। পুরো ম্যাচেই সামস্তে একটিও গোল করতে পারেনি। প্রতিদ্বন্দ্বিতাহীন এই জয় ভুটান নারী লিগের মান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ফুটবল বিশ্লেষকদের মধ্যে।
বর্তমানে ভুটান নারী লিগে বাংলাদেশের ১০ ফুটবলার তিনটি দলে ভাগ হয়ে খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রয়েছেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন, থিম্পু এফসিতে খেলছেন সানজিদা, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র। এই দুই দলও নিজেদের প্রথম ম্যাচ জয়ে শুরু করেছে।
তবে সবার নজর কাড়লেন সাবিনা-মনিকারা। এমন দুর্দান্ত সূচনার পর ভুটান লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের দাপট আরও বাড়বে বলেই আশা ফুটবলপ্রেমীদের।

5 months ago
27









English (US) ·