ডাকসু নির্বাচনের রোডম্যাপসহ ৩ দাবিতে আমরণ অনশন

5 months ago 69

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্বাচন কমিশন ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণাসহ ৩ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বাসভবনের সামনে দুপুর ২টা থেকে অনশন শুরু করেছেন তিনি।

অনশনের বিষয়ে জানতে চাইলে বিন ইয়ামিন বলেন, তিনটি দাবিতে আমি অনশনে বসেছি। ১. সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার করা। ২. ডাকসুর নির্বাচন কমিশন ও সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। ৩. ঢাবি ও পার্শ্ববর্তী এলাকায় সিসি ক্যামেরা লাগানো।

তিনি বলেন, মে মাসের ১৫ তারিখের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও এখনো প্রশাসন তা করেনি। দৃশ্যমান কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না। দাবি জানাচ্ছি অতিদ্রুত ডাকসুর তফসিল ঘোষণা ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।

ইয়ামিন বলেন, একটা গোষ্ঠী চেষ্টা করছে যেন ডাকসু নির্বাচন না হয়। পাশাপাশি প্রশাসনের মধ্যেও এই অচলাবস্থা সৃষ্টির কার্যক্রম চলছে। প্রশাসন যদি ডাকসু নিয়ে টালবাহানা করে তাহলে তাদের মুখোশ উন্মোচন করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই নেতা।

এ সময় তিনি বলেন, এখানে অনশনে বসেছি, সুনির্দিষ্ট টাইমফ্রেম, সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে এই অনশন থেকে উঠবো না।

এফএআর/এমআরএম/জিকেএস

Read Entire Article