ড্যাবের ২৭৬ সদস্যের কমিটি অনুমোদন

3 days ago 10

অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি এবং ডা. মো. জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ২৭৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদে (২০২৫) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডা. মোহাম্মদ আব্দুস সেলিম, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ শাজাহান আলী, ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. ময়নুল ইসলাম সাদিক, অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকারসহ অনেকে।

২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে (২০২৫) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

এ ছাড়া সহসভাপতি পদে রয়েছেন ৪৭ জন বিশিষ্ট চিকিৎসক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ডা. ফারুক কাশেম, ডা. কাজী মাযহারুল ইসলাম দোলন এবং ডা. শহিদুল হাসান বাবুল প্রমুখ।

এ ছাড়া ডা. মো. মেহেদী হাসানকে কোষাধ্যক্ষ ও অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপুকে সিনিয়র যুগ্ম-মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। 

Read Entire Article