ঢাকা ক্যাপিটালস দলে আসছে বড় পরিবর্তন!

3 hours ago 4

দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বড় চমক—নেই বরিশাল ও কুমিল্লা। পাঁচ দলের অংশগ্রহণে হবে বিপিএলের পরবর্তী আসর।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

ঢাকার মালিকানা গত বছরের কোম্পানির হাতে থাকায় ধারণা করা হচ্ছিল এবারও দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন। তবে এখনো পর্যন্ত সুজনের সঙ্গে দলটির পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। ধারণা করা হচ্ছে, নতুন মৌসুমে নতুন কোচের অধীনে মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজি দলটি।

গুঞ্জন ছিল, গেল বিপিএলে বরিশালের দায়িত্ব পালন করা মিজানুর রহমান বাবুল ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব নিতে পারেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে যোগাযোগ করেনি ঢাকার টিম ম্যানেজমেন্ট।  

এদিকে জানা গেছে, গত বিপিএলে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগে অভিযুক্ত ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে বিশেষ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যেখানে তাদের সামনের মৌসুমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

Read Entire Article