‘ঢাকা লকডাউন’ সফলের কার্যক্রম চালাচ্ছিলেন যুবলীগ নেতা, অতঃপর...
রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বকশির দিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমজাদ হোসেন উপজেলার রামচন্দ্রপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, আমজাদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ সোমবার সকালে অভিযান চালিয়ে কৈকুড়ি ইউনিয়নের বকশির দিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, সরকারবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিকল্পিতভাবে লকডাউন বাস্তবায়নে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

5 hours ago
4









English (US) ·