ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানকে ধানের শীষে মনোনীত করতে মিছিল

3 hours ago 5

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১২ (তেজগাঁও) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারকে মনোনীত করার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেট-কাওরানবাজার সড়কে তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এই বিক্ষোভ মিছিল করেন। 

মিছিলটি ফার্মগেট আনন্দ সিনেমা হলসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে কাওরান বাজার হয়ে সোনারগাঁও সার্ক ফোয়ারার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, শেরেবাংলা নগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাইমুর রহমান নাইম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদ, হাতিরঝিল থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফি উদ্দিন শাহিন, যুগ্ম আহ্বায়ক টুটুল, তেজগাঁও থানার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দুলাল, ইমামুল কবীর ইমন প্রমুখ নেতৃত্ব দেন।

আগামী নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকা-১২ আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে এই আসনে প্রার্থী পরিবর্তন করে ক্লিন ইমেজসম্পন্ন প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান আনোয়ারকে মনোনীত করার দাবিতে তার কর্মি-সমর্থকেরা আন্দোলন করছেন। 

এর আগে মঙ্গলবারও (৪ নভেম্বর) আনোয়ারের অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

Read Entire Article