ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তার বাবা মো. ফকরুল আলম ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২১ মে) উপাচার্য কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যের তিন ভাই শরীফুল আলম, আমিরুল আলম এবং শহিদুল আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে আমরা সব প্রকার রাজনীতির বাইরে থাকতে চাই।
তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সাম্যের পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতা করা হবে। তিনি সাম্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় সাম্যের বাবা ফকরুল আলম ছেলের হত্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন।
আরও পড়ুন
- ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রদল-বাম সংগঠনের অবস্থান
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেফতার তিনজন রিমান্ডে
গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার আলম সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এফ রহমান হলের আবাসিক এই ছাত্রের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ছাত্রদলের রাজনীতিতে যুক্ত সাম্য এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন বলে জানা যায়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল আলম রাজধানীর শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এফএআর/এমকেআর/এমএস

5 months ago
11









English (US) ·