ঢাবিতে চার দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু

14 hours ago 7

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ থেকে শুরু হলো চার দিনব্যাপী ‘শীতকালীন বইমেলা-২০২৫, সিজন-২’। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টিএসসিতে মেলাটির উদ্বোধন করেন ঢাবির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

চার দিনব্যাপী এ মেলায় দেশের স্বনামধন্য ২৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী বই, সিরাত, কবিতা, শিশুতোষসহ নানা ধরনের প্রকাশনা।

মেলার আয়োজক কমিটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল’ জানায়, বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনও রাখা হয়েছে। মেলায় লেখক-পাঠক আড্ডা, বিনামূল্যে কফি কর্নার, কোরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা ও সেমিনারেরও আয়োজন থাকবে।

ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, আমরা শীতকালীন বইমেলা এ বছর করতে পারছি, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বইমেলা সর্বজনীন, সবার প্রতি দাওয়াত, সবাই আসবেন, জ্ঞান আহরণ করবেন। এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অংশ হিসেবে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ছানাউল্লাহ ও সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর।

Read Entire Article